‘এবারও সহস্রকণ্ঠে বর্ষবরণ করব’

‘এবারও সহস্রকণ্ঠে বর্ষবরণ করব’

  • হাসনাত কাদীর

হাঁটি হাঁটি পা পা করে ফুরিয়ে যাচ্ছে আরো একটি বছর। আর মাত্র এক সপ্তাহ। তারপরই নতুন ভোর। নতুন বঙ্গাব্দ। প্রতি বছর বাংলা নববর্ষকে বিদায় জানায় দেশ বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংগঠন ‘সুরের ধারা’। দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি।এর পরদিন নতুন বছরকে স্বাগতও জানায় সংগঠনটি।

এ বছরের আয়োজন সম্পর্কে জানতে চাইলে রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, প্রতিবারের মতো এবারও পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করবে সুরের ধারা। বর্ষবিদায় ও বর্ষবরণ করা হবে হাজারও শিল্পীর অংশগ্রহণে—হাজারও কণ্ঠের সুরে সুরে। সুরের ধারা অনুষ্ঠান আয়োজন করবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনে। অনুষ্ঠানে নাচ, গান, নৃত্যনাট্য, আবৃত্তি ছাড়াও থাকবে শিশু কিশোরদের পরিবেশনা। সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় দেশের লোকজ, ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা থাকতে পারে বলে জানান বন্যা।

বন্যা আরও জানান, দিনব্যাপী অনুষ্ঠানটি একাধিক বেসরকারী টেলিভিশন ও রেডিওতে প্রচারের সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যা নিজেই।favicon59

Sharing is caring!

Leave a Comment