তিন তরুণের ‘দ্য মাসকেটিয়ার্স’

তিন তরুণের ‘দ্য মাসকেটিয়ার্স’

  • উদ্যোক্তা ডেস্ক

থ্রি মাসকেটিয়ার্স-এর মতো দেশি প্রতিষ্ঠান দ্য মাসকেটিয়ার্সের প্রতিষ্ঠাতাও তিনজন। এই তিন তরুণ গেম তৈরি করে বিশ্বজয়ের যুদ্ধটা করছেন দেশে বসেই।
২০১৩ সালে দুই ভাই আশিক রহমান ও আরিফ রহমান এবং মাইকেল টায়ারনির হাত ধরে দ্য মাসকেটিয়ার্স যাত্রা শুরু করে। শুরুর দিকে আশিক ও আরিফ ব্যবসায়িক কোনো উদ্দেশ্য ছাড়াই গেম বানাতে থাকেন। অল্প দিনেই বিশ্বজুড়ে মোবাইল গেমের চাহিদা বুঝতে পেরে তাঁরা তাঁদের তৈরি গেমগুলো অনলাইনে ছাড়েন। ক্রমেই গুগলের প্লেস্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরে দ্য মাসকেটিয়ার্সের তৈরি গেমগুলো জনপ্রিয়তা পেতে থাকে। প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা যেন একটু বেশি হয়েই ধরা দেয়। কারণ, অল্প দিনেই বেশ কয়েকটি গেম এক লাখের বেশিবার নামানো হয়। এমন সাফল্যে তাঁরা আরও অনুপ্রাণিত হন।

যাঁদের নিয়ে পথচলা
মাত্র একজন পূর্ণকালীন প্রোগ্রামার এবং একজন খণ্ডকালীন চিত্রশিল্পীকে সঙ্গে নিয়ে মাসকেটিয়ার্সের শুরুটা হয়েছিল। এখন এই প্রতিষ্ঠানে ১৫ জন দক্ষ ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার ও চিত্রশিল্পী রয়েছেন। প্রতিষ্ঠানটি ডেভেলপার নিয়োগের ক্ষেত্রে স্থানীয়, তরুণ, মেধাবী ও দক্ষদের প্রাধান্য দেয়। বর্তমানে মাসকেটিয়ার্সের তৈরি সব গেম ‘ওয়েব অ্যালাইভ’ ডেভেলপার নামে প্লেস্টোরে রাখা আছে। শিগগিরই তা ‘দ্য মাসকেটিয়ার্স’ নামে পরিবর্তন করা হবে বলে জানান আশিক রহমান।

গেম তৈরির শুরু থেকে শেষ
মাসকেটিয়ার্স তাদের গেমের ধারণা বাছাই থেকে শুরু করে নকশা করা, তৈরি করা, সংস্করণ ও মান যাচাই করা, গেম প্রকাশ করা, গ্রাহকসেবা—ইত্যাদি সব কর্মকাণ্ড বাংলাদেশেই পরিচালনা করে। প্রতিষ্ঠানটির গেম তৈরির নিজস্ব নির্মাণশৈলী প্রশংসিত গেমার ও নির্মাতাদের কাছে। মাসকেটিয়ার্স ভার্চ্যুয়াল রিয়ালিটি গেম বানানোর মতো পরিকল্পনা হাতে নিয়েছে, যা চলতি সপ্তাহে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এ ধরনের গেম এর আগে আর কোনো বাংলাদেশি ডেভেলপার তৈরি করেননি, যা এক মাইলফলক সৃষ্টি করবে।
দৈনন্দিন জীবনের নানা ঘটনার ধারণা কাজে লাগিয়েই গেম তৈরি করে মাসকেটিয়ার্স। যেমন তাদের সোয়াইপ্যারু গেমটির ধারণা রাস্তানির্দেশক চিহ্নগুলো থেকে নেওয়া, থ্রি সিক্সটি ডিগ্রি গেমটি বৃত্তের ভিত্তিতে বানানো, ড্রপল বানানোর চিন্তা আসে এক সদস্যের সাধারণ আঁকাআঁকি থেকে। এভাবেই প্রতিটি গেমই নিত্যদিনের কোনো না কোনো সাদামাটা বিষয় থেকেই উঠে এসেছে। গেমের ধারণা আসার পরই প্রথমে তারা নিশ্চিত করে গেমটি সবার উপভোগ করার মতো কি না।

অর্জন
বর্তমানে প্লেস্টোর এবং অ্যাপ স্টোরে মাসকেটিয়ার্সের ১৬টি গেম আছে। তার মধ্যে ড্রপলসহ আরও দুটি গেম এক লাখের বেশিবার নামানো হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন ছয়টি গেম প্লেস্টোর এবং অ্যাপ স্টোরে প্রকাশ পাবে বলে আশাবাদী দ্য মাসকেটিয়ার্স। এরই মধ্যে দ্য মাসকোটিয়ার্সের বেশ কিছু গেম গুগল প্লেস্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে শীর্ষে ছিল। অ্যাপ স্টোরের ‘কিডস’ বিভাগে দ্য মাসকেটিয়ার্সের সার্কেলিফাই গেমটি ইউটিউবের কিডস অ্যাপ পেছনে ফেলে এক নম্বরে চলে এসেছে।

দ্য মাসকেটিয়ার্সের কিছু জনপ্রিয় গেম:
ড্রপল: http://goo.gl/zX4NcY
সোয়াইপ্যারু: http://goo.gl/h06Vxd
থ্রি সিক্সটি ডিগ্রি: http://goo.gl/oRxyJ3
সার্কেলিফাই: http://goo.gl/TL42I5

সূত্র: প্রথম আলোfavicon59-4

Sharing is caring!

Leave a Comment