খুলনায় উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা

খুলনায় উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা

  • উদ্যেক্তা ডেস্ক

খুলনায় অনুষ্ঠিত হয়েছে ইউডিসি উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা। খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে তৃণমূলের তথ্যজানালা কর্মসূচির আওতায় খুলনার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচিব শ্যাম সুন্দর সিকদার।

কর্মশালায় তিনি বলেন, ‘সময় যত অতিবাহিত হচ্ছে প্রযুক্তির উৎকর্ষে মানুষের প্রয়োজনীয় তথ্য ও সংবাদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ জন্য তৃণমূলের তথ্যজানালা কর্মসূচির আওতায় উদ্যোক্তাদের প্রতিবেদন ও ফিচার লেখার প্রশিক্ষণের মাধ্যমে ইনফোলিডার হিসেবে গড়ে তোলা হচ্ছে যাতে তারা তৃণমূলে সরকারের উন্নয়ন কার্যক্রম, মানুষের আর্থ-সামজিক উন্নয়ন ও সাফল্যের কথা মানুষের কাছে তুলে ধরতে পারেন।’

তৃণমূলের তথ্যজানালা কর্মসূচির পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য দেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। তৃণমূলের তথ্যজানালা কর্মসূচির সামগ্রিক কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) নির্বাহী সম্পাদক ড. অলিউর রহমান।

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment