আইডিয়া স্পেস : স্টার্টআপ বিজনেস ইনকিউবেশন প্রোগ্রাম

আইডিয়া স্পেস : স্টার্টআপ বিজনেস ইনকিউবেশন প্রোগ্রাম

  • ফারহান এজাজ

আইডিয়া স্পেস একটি অলাভজনক সংস্থা। সংস্থাটি উদীয়মান প্রযুক্তি উদ্যোক্তাদের যুগোপযোগী উদ্ভাবনগুলোকে সফল ব্যবসায় রূপান্তর করতে সহায়তা করে। এটি ফিলিপাইনভিত্তিক একটি সংস্থা। প্রতিবছর সেপ্টেম্বর মাসে একটি আইডিয়া প্রতিযোগিতার মাধ্যমে ইনকিউবেশন অনুষ্ঠানটি শুরু হয়। চূড়ান্ত ২০টি আইডিয়া থেকে পরে বিজয়ী নির্বাচন করা হয়। শুধু যে চূড়ান্ত বিজয়ী দলই সব সুযোগ সুবিধা পাবে এমন নয়, বাকী দলগুলোও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে তাদের ব্যবসা সস্প্রসারণ করার জন্য।

সুযোগ সুবিধা

  • পণ্য বা সেবার বাজার সম্প্রসারণের জন্য আর্থিক অনুদান
  • ২০ হাজার ডলার পর্যন্ত ইকুইটি ফান্ডিং
  • নির্দিষ্ট ব্যবসার জন্য বিশেষজ্ঞদের মেন্টরশিপ
  • ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করা
  • অফিস স্পেস
  • প্রয়োজনে আবাসিক সুবিধা

অগ্রাধিকার খাত: দ্রুত সম্প্রসারণশীল যেকোন ধরনের ব্যবসার ধারনা নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যেতে পারে। যেমন প্রযুক্তি খাতের ব্যবসা। কারণ প্রযুক্তি খাতের বাজার সম্প্রসারণের সম্ভবনা অনেক বেশী। তাই এ ধরনের খাতের ব্যবসাকে বেশী সুযোগ দেয়া হয়।

প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার কিছু পরামর্শ

যেকোন স্টার্টাপ প্রতিযোগিতায় বিজয়ী হতে গেলে বেশ কিছু ব্যাপার লক্ষ্য রাখা উচিত। যেমন:

১। যে পণ্য বা সেবার আইডিয়া নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশ নিতে চাইছেন, সেটার বিপণন বাজার কত বড়, টার্গেট কাস্টমার কারা, ডিমান্ড কেমন এবং ভবিষ্যৎ চাহিদা কেমন থাকবে।

২। ব্যবসার সাফল্য অনেকটা নির্ভর করে এর টিম মেম্বারদের দক্ষতার ওপর। টিম মেম্বাররা যত দক্ষ হবে ব্যবসার সাফল্যও তত ভালো আসবে।

৩। তথ্য-প্রযুক্তির এই যুগে প্রযুক্তির ব্যবহার ব্যবসার সাফল্যর জন্য খুবই গুরুত্তপূর্ণ। যে প্রতিষ্ঠান যত ভালোভাবে তাদের সেবার সঙ্গে প্রযুক্তির ব্যবহার ঘটাতে সক্ষম হবে তাদের সাফল্য ততটাই ভালো হবে।

যেভাবে অংশগ্রহণ করা যাবে: আপনি যদি মনে করেন আপনার আইডিয়াটি ব্যবসায়িকভাবে সফল হবে, তাহলে ১-৩ সদস্য যুক্ত টিম গঠন করে অনলাইনে এপ্লাই করতে পারেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে- Ideaspace

ফারহান এজাজ : শিক্ষার্থী, ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Sharing is caring!

Leave a Comment