রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত

রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া সীমান্তে তুর্কী যুদ্ধবিমান থেকে ছোঁড়া গুলির আঘাতে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার এসইউ-২৪ যুদ্ধবিমানটি উত্তর সিরিয়ায় বিধ্বস্ত হয়েছে এবং বিমানটি ধ্বংস হওয়ার আগেই দুই বৈমানিক নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন। সংবাদ: রয়টার্স।

তুরস্কের সামরিক কর্মকর্তারা জানান, তুর্কী এফ-১৬ যুদ্ধবিমান থেকে গুলি করে রাশিয়ার বিমানটিতে আঘাত হানা হয়েছে। তবে এর আগে তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের জন্য বিমান দু’টিকে বারবার সতর্ক করছিল তুর্কী প্রশাসন। ভিডিও ফুটেজে দেখা গেছে, লাটাকিয়া প্রদেশের পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।

গত সেপ্টেম্বর মাস থেকে ইরাক ও সিরিয়াভিত্তিক কট্টর ইসলামপন্থী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান অভিযান শুরু করে রাশিয়া। অবশ্য পশ্চিমা বিশ্বের দাবি, আইএস’র বিরুদ্ধে নয়, বরং সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদের সরকারের পক্ষে এই হামলা রাশিয়া পরিচালনা করছে সরকারবিরোধীদের লক্ষ্য করে।

শুধুমাত্র ‘জঙ্গি’দের লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বলে রাশিয়া দাবি করলেও মানবাধিকার কর্মীরা বলছেন, মূলত পশ্চিমা পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিদ্রোহী সংগঠনগুলোর ওপরই হামলা করছে রুশ প্রশাসন। এর আগেও আসাদের কঠোর সমালোচক তুরস্ক একাধিকবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে রুশ ও সিরীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে।favicon

Sharing is caring!

Leave a Comment