এ বছর ১৫২ জনের শিরশ্ছেদ করেছে সৌদি

এ বছর ১৫২ জনের শিরশ্ছেদ করেছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামী শরিয়া আইনশাসিত সৌদি আরবে চলতি বছর ১৫২ জনের শিরশ্ছেদ করা হয়েছে। গতকাল (২৫ ডিসেম্বর) একজনকে শিরশ্ছেদ করার পর বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মতভেদকে কেন্দ্র করে নিজের সহযোগীকে গুলি করে হত্যা করেন সাদ বিন মোহাম্মাদ আল ওসমান নামে এক ব্যক্তি। আদালতে নিজের দোষ স্বীকার করে নেওয়ার পর তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা হয়। তারপর সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে শিরশ্ছেদের মাধ্যমে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই নিয়মে সাধারণত তলোয়ার ব্যবহার করে অপরাধীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়।

মোহাম্মাদ আল ওসমানের এই মামলাটিসহ এ বছর ১৫২ জন সৌদি ও বিদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হলো। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ৮৭ জন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গত দুই দশকের মধ্যে এ বছরই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের শিরশ্ছেদ করা হয়েছে। এর আগে ১৯৯৫ সালে ১৯২ জনের বিরুদ্ধে এই সাজা কার্যকর করা হয়েছিল।

শিরশ্ছেদ করা ব্যক্তিদের বেশির ভাগেরই অপরাধ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি সৌদি প্রেস এজেন্সি। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অপরাধ সম্পর্কে ভীতি তৈরি করতেই এই মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। ইসলামিক আইন অনুযায়ী খুন, মাদক পাচার, সশস্ত্র ডাকাতি, ধর্ষণ এবং ধর্মত্যাগের ঘটনায় সৌদি আরবে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়।favicon5

Sharing is caring!

Leave a Comment