বৈরী দেশের সাথে সম্পর্ক করতে আগ্রহী উত্তর কোরিয়া
- আর্ন্তজাতিক ডেস্ক
সম্প্রতি উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসের ভাষণে জং-উন বলেছেন, শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তিনি আরো বলেছেন, ‘বৈরী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই।’
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ ১৯৮০ সালের পর দেশটিতে এটিই প্রথম ওয়ার্কার্স পার্টির সম্মেলন। সংবাদমাধ্যমটি আরো জানায়, কিম জং-উন তার বক্তৃতায় বিশ্বাস তৈরি ও বোঝাপড়ার জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরো আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন।
উল্লেখ্য ২০০৩ সালে উত্তর কোরিয়া পরমাণু চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে। এরপর ২০০৬ সালে প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় তারা এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে বারবার হুমকি দিয়ে এসেছে।
চলতি বছর মার্চ মাসে পরমাণু অস্ত্রের কয়েক দফা পরীক্ষা চালালে উত্তর কোরিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব।