জাপানে স্বল্পমাত্রার ভূমিকম্প

জাপানে স্বল্পমাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। শক্তিশালী এ ভূমিকম্পে ওই অঞ্চলে ছোট আকারে সুনামিও হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, এক ফুট উচ্চতার (৩০ সেন্টিমিটার) এ সুনামিতে কাগোশিমা জেলার অংশ দক্ষিণাঞ্চলীয় নাকানোশিমা দ্বীপ তলিয়ে যায়। পরবর্তীতে কাগোশিমা ও সাতসুনান দ্বীপের জন্য জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মাকুরাজাকি শহরের ১৫৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ৭ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে ছয় মাইল (১০ কিলোমিটার) গভীরে।

এর আগে ২০১১ সালে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে ১৮ হাজারেরও বেশি মানুষ নিহত অথবা নিখোঁজ রয়েছে।  favicon

Sharing is caring!

Leave a Comment