মক্কায় ঘর ছেড়ে পালায় শতকরা ৯৬ জন নারী !

মক্কায় ঘর ছেড়ে পালায় শতকরা ৯৬ জন নারী !

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কা অঞ্চলে শতকরা ৯৬ দশমিক ৩ জন নারী ঘর ছেড়ে পালায়। বাকি ৩.৭ শতাংশ নারী সৌদি নাগরিক নন। সম্প্রতি মক্কার ইউনিভার্সিটি অব উম্ম আল-কারা এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। সংবাদ : আরব নিউজ।

গতকাল (৫ জানুয়ারি) আরব নিউজের এক খবরে বলা হয়, মক্কা অঞ্চলের ঘর পালানো নারীদের ৫১.৯ শতাংশ বিশ্ববিদ্যালয়পড়ুয়া, ৩৬.৪ শতাংশ উচ্চমাধ্যমিক বিদ্যালয়পড়ুয়া ও ১১.৭ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী। প্রতিবেদনে বলা হয়, পলাতক নারীদের ৫৪ শতাংশের বয়স ১৭ থেকে ২১, ২৪.৬ শতাংশের বয়স ২২ থেকে ২৬, ১৫ শতাংশের বয়স ১৬ বছরের কম ও ৫ শতাংশের বয়স ২৭ বছরের বেশি।

ইউনিভার্সিটি অব উম্ম আল-কারা বলছে, ঘর পলাতক নারীদের ৮৬.১ শতাংশ অবিবাহিত, ১০.২ শতাংশ বিবাহিত ও দশমিক ৫ শতাংশ বিধবা বা বিচ্ছেদ হয়েছে এমন। তথ্যমতে, পলাতক অবিবাহিত নারীদের ৮১.৩ শতাংশ বাবা-মা, ৮.৬ শতাংশ মা, ২.১ শতাংশ আত্মীয় ও ১.৬ শতাংশ বাবার সঙ্গে বাস করত। প্রতিবেদনে বলা হয়, মক্কা থেকে পলাতক নারীদের ৪৫.৫ শতাংশ ৭-৯ সদস্য, ৩৪.৮ শতাংশ ৪-৬ সদস্য, ১৩.৯ শতাংশ ১০ সদস্যের বেশি ও ৩.৭ শতাংশ ৩ বা তার কম সদস্যের পরিবারে বাস করত।favicon5

Sharing is caring!

Leave a Comment