সমুদ্রে ভাসছে বিমানবন্দর !

সমুদ্রে ভাসছে বিমানবন্দর !

আন্তর্জাতিক ডেস্ক : বিমানবন্দর আবার সমুদ্রে ভাসে! শুনতে অবাক লাগলেও এমন কাজটি ঘটিয়েছে জাপান। ষাটের দশকে জাপানের ক্যানসাই প্রদেশে উপযুক্ত জায়গা না পেয়ে সমুদ্রের ওপরে বিমানবন্দর তৈরির অকল্পনীয় পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

তিন বছর ধরে ১০ হাজার শ্রমিক ২১ মিলিয়ন কিউবিক পাথর সমুদ্রে ফেলে দ্বীপ তৈরি করে। বিমানবন্দরের সঙ্গে স্থল যোগাযোগ তৈরিতে তিন কিলোমিটার লম্বা একটি ব্রিজও তৈরি করা হয়। কোটি কোটি ডলার খরচের পর দেখা গেল বিমানবন্দরটি পানিতে ডুবে যাচ্ছে। কিন্তু তবুও হাল ছাড়েনি কর্তৃপক্ষ। অবশেষে আলোর মুখ দেখে এটি।

স্থাপত্যের অনন্য নিদর্শন হয়ে ওঠা চার কিলোমিটার লম্বা ও আড়াই কিলোমিটার চওড়া ভাসমান আন্তর্জাতিক বিমানবন্দরটি এখন দারুণ ব্যস্ত। বিমানবন্দরে সপ্তাহে ৬১৪টি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান, ২০০টি মালবাহী বিমান ও ৪৯৩টি অভ্যন্তরীণ বিমান চলাচল করে। মহাশূন্য থেকেও দেখা যায় এ বিমানবন্দরটি।

সূত্র : ডেইলি মেইল।favicon59

Sharing is caring!

Leave a Comment