পদত্যাগ করলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী
- আর্ন্তজাতিক ডেস্ক :
পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ডাভিড গুনলাগসন। কর ফাঁকির গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর দেশব্যাপী প্রতিবাদের মুখে তিসি পদত্যাগ করতে বাধ্য হন। সংবাদ : বিবিসি।
আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ডাভিড গুনলাগসন এবং তার স্ত্রী ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে একটি অফশোর কোম্পানির মাধ্যমে কর ফাঁকি দিয়েছেন বলে তথ্য ফাঁস করেছে ‘পানামা পেপার্স’। এই তথ্য ফাঁস হওয়ার পরেই শত শত মানুষ আইসল্যান্ডের পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করে।
পানামা পেপার্স ফাঁসের পর বিশ্বের অনেক দেশের ক্ষমতাধর রাজনীতিক এবং ব্যবসায়ী এখন চাপের মুখে পড়েছেন। এখানে অনেকের নাম এসেছে। যাদের নাম এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আত্মীয়-স্বজন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন এবং বার্সেলোনার ফুটবল তারকা লায়নেল মেসি।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাবা ইয়ান ডোনাল্ড ক্যামেরন নামও আছে এই তালিকায়। পানামা পেপার্স জানিয়েছে,তার কোম্পানি তিরিশ বছর ব্রিটেনে কোন কর দেয়নি।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	