ধুমপায়ী শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তি হতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজকে ধূমপানমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, আগামী বছর থেকে মেডিক্যাল কলেজে ভর্তি হতে হলে শিক্ষার্থীকে অধূমপায়ীর সার্টিফিকেট জমা দিতে হবে কোনোভাবেই ধূমপায়ী ও মাদকসেবী শিক্ষার্থী ভর্তি করা হবে না।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ব্রেইন মিডিয়া ক্যাম্পেইন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ধূমপায়ীদের কাছে আবেদন রাখছি যাতে তারা এই ক্যাম্পেইনের বিষয়বস্তু উপলব্ধি করে নিজেদের স্বাস্থ্যের জন্য এবং পরিবারের কথা চিন্তা করে আজই ধূমপান ছেড়ে দেন।