শিক্ষার্থীদের দাবির মুখে হল খোলা রাখার সিদ্ধান্ত রাবি প্রশাসনের
আতিকুর রহমান, রাজশাহী : শিক্ষার্থীদের একমুখী দাবিতে শীতকালীন ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার ২৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে প্রাধ্যক্ষ পরিষদের এক জরুরি সভায় হল খোলা রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, ছুটিতে হল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সকাল থেকে প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক শিউলি শামিম শান্তা জানান, এর আগে প্রাধ্যক্ষ পরিষদের পক্ষ থেকে আবাসিক হলগুলো ৩১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ করা হয়েছিল। কিন্তু ৮ জানুয়ারি বিসিএস পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে ৭ জানুয়ারি হল খুলে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। তবে শিক্ষার্থীদের চলমান দাবির কথা চিন্তা করে প্রাধ্যক্ষ পরিষদ জরুরি সভা করে শীতকালীন ছুটিতেও হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
গত শনিবার শীতকালীন ছুটিতে ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় । অবস্থা বেগতিক বুঝতে পেরে এবং আসন্ন বিসিএস পরীক্ষার কথা মাথায় রেখে কয়েকদিন ধরেই শীতকালীন ছুটিতেও হল খোলা রাখার দাবি জানিয়ে আসছিল রাবি ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের কর্মীরা।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন দ্যা প্রমিনেন্টকে বলেন, রোববার বিকেলে প্রশাসন ভবনে প্রাধ্যক্ষ পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রাধ্যক্ষরা শিক্ষার্থীদের দাবির কথা মাথায় রেখে ছুটিতেও হল খোলা রাখার বিষয়ে একমত প্রকাশ করেছেন এবং সে অনুযায়ী উপাচার্র্যের কাছে সুপারিশ করা হয়।
তিনি জানান, উপাচার্য প্রাধ্যক্ষ পরিষদের সুপারিশ অনুমোদন করায় আগামী ৩১ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খোলা থাকছে।
দাবি মেনে নিয়ে হল খোলা রাখার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ছাত্রলীগ, ছাত্রজোট সহ বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।