রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু আজ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু আজ

সজীব হোসাইন, রংপুর : ২৭ দিনের দীর্ঘ শীতকালীন ছুটি শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার(৩১ডিসেম্বর) থেকে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা মোহাম্মদ আলী দি প্রমিনেন্টকে এ তথ্য জানান। তিনি বলেন, আজ বৃহস্পতিবার থেকেই যথারীতি সকল বিভাগের ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

তিনি আরও জানান, গত ৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রোকেয়া দিবস ও আখেরি চাহার সোম্বা, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, শীতকালীন ছুটি, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ও যীশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস বন্ধ ছিল।

অপরদিকে, শীতকালীন ছুটির সময়ে আবাসিক হলসমূহ খোলা থাকলে অধিকাংশ শিক্ষার্থীই চলে যায় গ্রামের বাড়িতে। পরিবারের সাথে শীতের পিঠা আর সকাল বেলায় খেজুরের রসের স্বাদ নিতে। ফলে দীর্ঘ দিনের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। favicon

Sharing is caring!

Leave a Comment