বেরোবিতে ভর্তি পরীক্ষায় তৃতীয় লিঙ্গের ১জন উত্তীর্ণ

বেরোবিতে ভর্তি পরীক্ষায় তৃতীয় লিঙ্গের ১জন উত্তীর্ণ

সজীব হোসাইন, রংপুর : বাংলাদেশে প্রথমবারের মতো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাখা হয় তৃতীয় লিঙ্গদের বিশেষ কোটা। গত ১৮ ডিসেম্বর প্রকাশিত চূড়ান্ত মেধা তালিকায় তৃতীয় লিঙ্গ বিশেষ কোটায় উত্তীর্ণ হয়েছেন একজন শিক্ষার্থী।

গত ৬,৭,৮ এবং ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে চূড়ান্ত মেধা তালিকায় শুধুমাত্র কলা অনুষদভুক্ত(‘এ’ ইউনিটের) দ্বিতীয় শিফটে মামুন বিল্লাহ তৃতীয় লিঙ্গ বিশেষ কোটায় উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা থেকে অন্যান্য কোটার পাশাপাশি দশমিক ৫ শতাংশ হারে রাখা হয় তৃতীয় লিঙ্গদের বিশেষ কোটা।

উল্লেখ্য, বিভিন্ন ইউনিটে মেধায় উত্তীর্ণদের সাক্ষাৎকার, ফরম বিতরণ ও জমাদানের তারিখ নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫, ৬ ও ৭ জানুয়ারি। এছাড়া বিশেষ কোটায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ ও ১৪ জানুয়ারি।favicon5

Sharing is caring!

Leave a Comment