মেধা তালিকায় প্রথম, ভর্তি না করে পুলিশে সোপর্দ !

মেধা তালিকায় প্রথম, ভর্তি না করে পুলিশে সোপর্দ !

সজীব হোসাইন, রংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত এফ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে প্রথম অবস্থান নিয়ে সাক্ষাৎকার দিতে এসেছিলেন মাজেদুল ইসলাম নামের এক শিক্ষার্থী। কিন্তু তখন জানা গেল, ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে তিনি উত্তীর্ণ হয়েছেন। এ কারণে তাঁকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করে প্রক্টর কার্যালয়ের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গতকাল (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত এফ-ইউনিটে ভর্তির জন্য সাক্ষাৎকার দেওয়ার সময় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাজেদুল ইসলামের বাড়ি রংপুর শহরের নিউকেরানী পাড়ায়।

এ বিষয়ে জানতে চাইলে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সুবরণ চন্দ্র সরকার বলেন, এ বছর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দুইকপি প্রবেশপত্র ডাউনলোড করে সেটার সাথে ছবি সংযুক্ত করে পরীক্ষায় অংশ নিতে হয়। যার এককপি বিশ্ববিদ্যালয় প্রশাসন সংরক্ষণ করে এবং প্রবেশপত্রের অন্য কপিটিতে হল পরিদর্শক স্বাক্ষর করে। যেটা শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়। সাক্ষাৎকারের সময় বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত ছবির সাথে মাজেদুলের সাথে থাকা ছবির মিল না থাকায় তাঁকে প্রক্টর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মো. শাহীনুর রহমান দি প্রমিনেন্টকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে মাজেদুল ইসলাম স্বীকার করেন যে তাঁর পরিবর্তে অন্য একজন ভর্তি পরীক্ষা দিয়েছিল। জালিয়াতির অভিযোগে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।favicon5

Sharing is caring!

Leave a Comment