জাবিতে তিন দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু

জাবিতে তিন দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু

আসাদুজ্জামান, সাভার : ‘দ্রোহের প্রদীপ জ্বলে উঠুক সকল মানস মন্দিরে’ এ শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ডিবেটিং সোসাইটি অব ইনোমিক্স’র (ডিএসই) আয়োজনে তিন দিনব্যাপী ৫ম আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১৬ শুরু হয়েছে।

আজ (৭ জানুযারি) সাড়ে ৩টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা বিভাগের পক্ষ থেকে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে দেশের নামকরা ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করবে।’

তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিন আজ বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা দিয়ে এ প্রতিযোগিতা শুরু হলো। অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক নুরুল হক। দ্বিতীয় দিন বিতর্ক অনুষ্ঠিত হবে সমাজবিজ্ঞান ভবনে।

অনুষ্ঠানের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে সেলিম আল দীন মুক্তমঞ্চে। এতে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের।

সংবাদ সম্মেলনে ডিবেটিং সোসাইটি অব ইনোমিক্সের সভাপতি ইশরাত শারমীন, কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)’র সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমান, শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, মুশফিক-উস-সালেহীন অনুষ্ঠান বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।favicon5

Sharing is caring!

Leave a Comment