লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন বেরোবির শিক্ষকেরা

লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন বেরোবির শিক্ষকেরা

সজীব হোসাইন, রংপুর : জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী-প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে আগামীকাল সোমবার(১১ জানুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বেরোবিশিস)।

আজ(১০ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা সোমবার থেকে লাগাতার পূর্ণ কর্মবিরতি পালন করবে। এসময় সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং সান্ধ্যকালীন কোর্সসমূহের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। তবে বিশ্ববিদ্যালয়ে চলমান প্রথমবর্ষের ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।favicon5

Sharing is caring!

Leave a Comment