শীতার্তদের মুখে হাঁসি ফোটাচ্ছে বেরোবির জেন্ডার স্টাডিজ বিভাগ

শীতার্তদের মুখে হাঁসি ফোটাচ্ছে বেরোবির জেন্ডার স্টাডিজ বিভাগ

সজীব হোসাইন, রংপুর : বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমেই একজন শিক্ষার্থীর সমাজের কাছে জন্ম নেয় কিছু দায়বদ্ধতা। আর এই দায়বদ্ধতা এড়াতেই বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা মূলক কার্যক্রম পরিচালনায় অংশ নিচ্ছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের তরুণ উদ্যমী শিক্ষার্থীরা।

‘আসুন শীতার্তদের পাশে দাড়াই’ স্লোগানের বক্স হাতে সমাজের বিত্তশালীদের সামান্য অর্থ বা কারও টিউশনি থেকে বাঁচানো অর্থ দিয়েই এই মহৎ কাজে অংশ নিচ্ছে বলে জানান বিভাগটির মহৎপ্রাণ তরুণ শিক্ষার্থীরা।

সর্বশেষ শনিবার(১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়ায় গরীব অসহায় ও শীতার্ত মহিলাদের মাঝে প্রায় অর্ধশত শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে বিভাগটির শিক্ষার্থীদের উদ্যোগে গত ৮ জানুয়ারি কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক শীতের কম্বল বিতরণ করে বিভাগটির শিক্ষার্থীরা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবীর, একই বিভাগের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসাইন সবুজ, প্রভাষক কুন্তলা চৌধুরী ও যারিন ইয়াছমিন চৈতীসহ বিভাগের শিক্ষার্থী পারভেজ, সজীব, উজ্জ্বল, পাভেল, আল আমীন, বিশ্বজিৎ, জাহিরুল, প্রবীর, হুমায়ুন, রায়হান প্রমুখ। favicon59

Sharing is caring!

Leave a Comment