বেরোবি শিক্ষক সমিতির নির্বাচনে প্রগতিশীল প্যানেলের নিরঙ্কুশ জয়

বেরোবি শিক্ষক সমিতির নির্বাচনে প্রগতিশীল প্যানেলের নিরঙ্কুশ জয়

সজীব হোসাইন, রংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি‘র ২০১৬ কার্যকরী সংসদের নির্বাচনে সভাপতি পদে ড. হাফিজুর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদে তাবিউর রহমান প্রধান নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন-২ এর ৩০১ নম্বর কক্ষে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৩৩ জন ভোটারের মধ্যে ১১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবছর শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী সমর্থিত মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি, মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত আওয়ামীগ সমর্থিত নীল দলের সহ-সভাপতিসহ মোট তিনটি পদে জয় লাভ করে।

মোট ১৫টি পদের বিপরীতে দুইটি প্যানেল থেকে সর্বমোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে ড. হাফিজুর রহমান সেলিম ৬৪, সহ-সভাপতি পদে ড. নিতাই কুমার ঘোষ ৫১, কোষাধ্যাক্ষ পদে মো. আলী রায়হান সরকার ৬০, সাধারণ সম্পাদক পদে তাবিউর রহমান প্রধান ৫৮, যুগ্ম সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে ড. মো. গাজী মাজহারুল আনোয়ার ৬৬, বকুল কুমার চক্রবর্তী ৬৪, ড. পরিমল চন্দ্র বর্মণ ৬০, আসিফ আল মতিন ৫৮, ড. আবু মো. ফরিদ উল ইসলাম ৫৮ , ড. শফিকুর রহমান ৫৭, এইচ এম তারিকুল ইসলাম ৫৫, সৈয়দ আনোয়ারুল আজিম ৫৫ ও মো. হারুন-আল-রশীদ ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। favicon59

Sharing is caring!

Leave a Comment