প্রধানমন্ত্রীকে ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেবে যবিপ্রবি
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার গতকাল (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গতকাল যবিপ্রবির ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। শোভাযাত্রা শেষে প্রধান অতিথি ড. গওহর রিজভী বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই উদ্বোধন করেন এবং পিঠা উৎসবের স্টল ঘুরে দেখেন।
উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ড. গওহর রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনিসুর রহমান, ট্রেজারার শেখ আবুল হোসেন প্রমুখ। এ অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদানের ঘোষণা দেন উপাচার্য।