ভর্তির দুই বছরেও মেলেনি পরিচয়পত্র

ভর্তির দুই বছরেও মেলেনি পরিচয়পত্র

সজীব হোসাইন, রংপুর : রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি)শিক্ষার্থী ভর্তির দুই বছরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচয়পত্র সরবরাহ করছে না বলে ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ পাওয়া গেছে।

দি প্রমিনেন্টের অনুসন্ধানে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ স্নাতক শিক্ষাবর্ষের ভর্তিকৃত প্রায় আড়াই হাজার শিক্ষার্থী ভর্তির সময় পরিচয়পত্রের জন্য ফি দিয়েও প্রশাসনের চরম উদাসীনতায় কারণে ভর্তির প্রায় দুই বছরেও পরিচয়পত্র মিলছে না। গত দুই বর্ষের শিক্ষার্থীদের পরিচয়পত্র না মিললেও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রায় সম্পন্ন হয়েছে।

কথা বললে ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী দি প্রমিনেন্টকে অভিযোগ করে জানান, পরিচয়পত্র না থাকায় নিজেদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে দাবি করতে পারছি না। ফলে নানা আইনি সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়াও বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছে। কিন্তু পরিচয়পত্রের অভাবে সেই সুযোগ-সুবিধাগুলো থেকেও বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের।

তাঁরা আরও জানান, প্রায় দুই বছর ধরে ঘোরাঘুরি করেও পরিচয়পত্র সরবরাহের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘হচ্ছে আর দ্রুতই হবে’ উত্তরই পাচ্ছেন। এছাড়াও পরিচয়পত্র হারিয়ে গেলে নতুন পরিচয়পত্র পেতে ব্যাংকে ফি প্রদানের মাধ্যমে আবেদন করেও দুই বছর ধরে নতুন পরিচয়পত্র পাচ্ছে না বলেও অভিযোগ একাধিক শিক্ষার্থীর।

অপরদিকে, পরিচয়পত্রের নির্ধারিত ৪ বছরের স্নাতক সন্মান কোর্সের মেয়াদ শেষ হওয়ায় বিপাকে পড়ছে ২০১০-১১ এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রায় দুই হাজার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় চলমান সেশনজটের কারণে ৪ বছরের স্নাতক কোর্স সম্পন্ন করতে বেশ কিছু বিভাগে সময় লাগছে পাঁচ থেকে ছয় বছর। ফলে মেয়াদউত্তীর্ণ পরিচয়পত্র নিয়ে বিপাকে পড়তে হচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগী এসব শিক্ষার্থীদের।

কবে নাগাদ শিক্ষার্থীরা পরিচয়পত্র হাতে পাবেন জানতে চাইলে পরিচয়পত্র প্রস্তুত কমিটির প্রধান এবং অ্যাকাডেমিক শাখার সহকারী নিবন্ধক(রেজিস্ট্রার) খন্দকার গোলাম মোস্তফা দি প্রমিনেন্টকে জানান, গতকাল সোমবার পরিচয়পত্র প্রদানের বিষয়টি নিয়ে সভা হয়েছে। দ্রুতই শিক্ষার্থীদের পরিচয়পত্র সরবরাহ করা হবে। favicon594

Sharing is caring!

Leave a Comment