শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

সজীব হোসাইন, রংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্রছাত্রীরা নতুন শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে।

সোমবার(১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে বিভাগটির ছয়টি ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেন।

মানববন্ধনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বর্তমানে বিভাগটিতে ছয়টি ব্যাচ থাকলেও শিক্ষক সংখ্যা মাত্র চার জন। শিক্ষক সংকটের কারণে শিক্ষকেরা কোন ক্লাস-পরীক্ষা নিচ্ছেন না বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

তাঁরা ক্ষোভ প্রকাশ করে আরও জানান, পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ফলে ইতোমধ্যে বিভাগটি দেড় থেকে দুই বছরের দীর্ঘ সেশনজটে পড়েছে।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সাথে সাক্ষাৎ করলে উপাচার্য দ্রুত শিক্ষক নিয়োগের আশ্বাস দেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী দি প্রমিনেন্টকে জানান, দ্রুত শিক্ষক নিয়োগ না দেওয়া হলে তাঁরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে।

এ ব্যাপারে কথা বললে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মো. গোলাম রব্বানী দি প্রমিনেন্টকে বলেন, শিক্ষক সংকটে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শ্রেণিকক্ষ ত্যাগ করে মানববন্ধন গেলে আমার করার কিছু নেই। শিক্ষক নিয়োগের ব্যাপারে উপাচার্যকে বারবার বললেও তিনি কেবল আশ্বস্ত করেই যাচ্ছেন। favicon59

Sharing is caring!

Leave a Comment