সাত বছরেও চালু হয়নি বেরোবির ক্যাফেটেরিয়া

সাত বছরেও চালু হয়নি বেরোবির ক্যাফেটেরিয়া

সজীব হোসাইন, রংপুর : ক্যাফেটেরিয়ার নির্মাণকাজ সমাপ্তির প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনীহা ও গাফিলতির কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাত বছরেও কোনো কার্যক্রমই চালু হয়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) ক্যাফেটেরিয়ার।

বিশ্ববিদ্যালয়ে আড্ডার অন্যতম স্থান হল বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া। যেখানে দল বেঁধে চায়ের কাপে উঠে ঝড়। কিন্তু চা তো দূরের কথা ক্যাফেটেরিয়া চালু না থাকায় প্রায় সাত হাজার শিক্ষার্থীর সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ২০১০ সাল থেকে স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলেও ক্যাফেটেরিয়ার নির্মাণকাজ কাজ শেষ হয় ২০১৪ সালের শেষ দিকে। কিন্তু তা চালুর ব্যাপারে প্রশাসনের কোন ভ্রুক্ষেপই নেই।

বিভিন্ন সময় শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ক্যাফেটেরিয়া ব্যবস্থাপনা কমিটি পরিবর্তন কার্যত লোক দেখানো ছিল বলে অভিযোগ শিক্ষার্থীদের। সর্বশেষ গত বছরের ২৩ এপ্রিল ক্যাফেটেরিয়া চালুর জন্য ১১ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি গঠনের ৪ মাস(২ সেপ্টেম্বর) ব্যবস্থাপনা কমিটির সচিব নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মতিউর রহমান।

এদিকে বিশ্ববিদ্যালয়ে ক্যাফেটেরিয়া চালু না থাকায় এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী দুর্ভোগের শেষ নেই। শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে খাবার কোন ব্যবস্থা না থাকায় তাঁদের বাধ্য হয়ে বাহির থেকে উচ্চ মূল্যে অস্বাস্থ্যকর খাবার খেতে হচ্ছে।

ক্যাফেটেরিয়া চালুতে উপাচার্যের উদাসীনতাকে দায়ি করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহের ছাত্রছাত্রীরা দি প্রমিনেন্টকে জানান, উপাচার্য চাচ্ছেন না বলেই ক্যাফেটরিয়া চালু হচ্ছে না। আন্দোলনের মুখে পড়লে কেবল উপাচার্য দ্রুত ক্যাফেটেরিয়া চালুর আশ্বাস দেন। ফলে ক্যাফেটরিয়া কেবল বিশ্ববিদ্যালয়ের সোভাবর্ধন করে যাচ্ছে, শিক্ষার্থীদের কোন কাজেই আসছে না।

অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী রুকুনুজ্জামান হিমু বলেন, ক্যাম্পাস জীবনের শেষ বর্ষ চলছে। অনেকে শেষ করে চলেও গেছে কিন্তু ক্যাম্পাসে ক্যাফের দেখা মিললো না। ফলে ক্যাম্পাস জীবনে অতৃপ্তিই রয়ে গেল।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির বলেন, সুলভমূল্যে খাবার সরবরাহে ক্যাফেটেরিয়া সুবিধা দ্রুত চালুর জোর দাবি জানাচ্ছি।

ক্যাফেটেরিয়া চালুর ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) মুহাম্মদ ইব্রাহীম কবীর দি প্রমিনেন্টকে বলেন, ‘দ্রুতই ক্যাফেটেরিয়া চালুর জন্য ব্যবস্থা নেওয়া হবে।’ favicon59

Sharing is caring!

Leave a Comment