জাহাঙ্গীরনগর থিয়েটারের তিনযুগ পূর্তি উৎসব শুরু ৬ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর থিয়েটারের তিনযুগ পূর্তি উৎসব শুরু ৬ ফেব্রুয়ারি

আসাদুজ্জামান, সাভার : “দৃষ্টিজুড়ে স্বপ্নশিখর, যুগান্তরের গান” এই শ্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটার (জাথি)’র তিন যুগপূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে ১১ দিনব্যাপী ’তিন যুগ পূর্তি উৎসব- ২০১৬”। আগামী ০৬ ফেব্রুয়ারি শুরু হয়ে এ অনুষ্ঠান চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহষ্পতিবার জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান মনির।

a2cfb174-b990-44aa-8bbb-c217cae402fcর‌্যালী’র মাধ্যমে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ উৎসবের উদ্বোধন করবেন। উৎসবের প্রথম দিন শনিবার থাকছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজিত নাটক ‘রতি আরতির গীত’। দ্বিতীয় দিন রবিবার রয়েছে আগন্তুক রেপার্টরি প্রযোজিত নাটক ‘অন্ধকারে মিথেন’। পরদিন সোমবার মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘ট্রেন টু পাকিস্তান’।

এছাড়া উৎসবের চতুর্থ দিন মঙ্গলবার থাকছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশান এর প্রযোজনায় মাইমোড্রামা ‘লাইট ভার্সেস ডার্কনেস’। ৫ম দিন বুধবার মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘কিত্তনখোলা’। ষষ্ঠ দিন বৃহষ্পতিবার রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটক ‘মুল্লুক’। উৎসবের সপ্তম দিন শুক্রবার থাকছে পুনর্মিলনী এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘স¤্রাট জোন্স। ১৩ ফেব্রুয়ারি শনিবার মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার প্রযোজিত নাটক ‘পঞ্চ নারী আখ্যান’। ১৪ ফেব্রুয়ারি রবিবার থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় ‘মধ্যরাতের গান ও কবিতা’। ১৫ ফেব্রুয়ারি সোমবার রয়েছে দক্ষিণ জামশা গ্রাম বাংলা নাট্য সংস্থা প্রযোজিত যাত্রাপালা ‘কলঙ্কীনি বধু’। উৎসবের এগারতম ও শেষ দিন ১৬ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘দেওয়ান গাজীর কিস্সা’।

এবারের উৎসবে শিক্ষা ব্যক্তিত্ব হিসাবে রাশেদা কে. চৌধুরি এবং নাট্য বক্তিত্ব হিসাবে আলী যাকের, জাথি’র প্রথম নারী সাধারণ সম্পাদককে জাহাঙ্গীরনগর থিয়েটারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। এছাড়া প্রয়াত প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের আবক্ষ ভাষ্কর্য নির্মাণ, স্মারক বৃক্ষরোপনও করা হবে বলে জানান ড. মনির।

উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ উৎসব পালন করা হবে। favicon59

Sharing is caring!

Leave a Comment