বসন্তকে বরণ করলো ইবি
শাহজাহান নবীন, কুষ্টিয়া : বাসন্তী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগের উদ্দ্যোগে আজ (১৪ ফেব্রুয়ারি) দিনভর নানা কর্মসূচীর আয়োজন করা হয়। বসন্তের প্রথম প্রহরে বাহারি শাড়ী, পাঞ্জাবী, ফুলের মালাসহ ছাত্র-ছাত্রীদের বাসন্তী সাঁজে ছেয়ে যায় গোটা ক্যাম্পাস।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বাংলা সাহিত্য বিভাগের উদ্যোগে বাসন্তী শোভাযাত্রা বের হয়। এতে বাংলা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বর প্রদক্ষিন শেষে বিশ্ববিদ্যালয়ের আমবাগানে অবস্থিত ‘বাংলা মঞ্চ’এ গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বেলা ১১টার দিকে বাংলা সাহিত্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের পরিবেশনায় বাংলা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বাসন্তী গান, কবিতা আবৃত্তি, নৃত্য, পুঁথিপাঠসহ বাঙালী সংস্কৃতির নানা দিক এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করেন ।