শহীদ মিনার পরিস্কার করলো বেরোবি ছাত্রলীগ

শহীদ মিনার পরিস্কার করলো বেরোবি ছাত্রলীগ

সজীব হোসাইন, রংপুর:  বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতায় দীর্ঘদিন ধরে পরে থাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র অস্থায়ী শহীদ মিনার ও এর চারপাশ পরিস্কার করলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) শাখা ছাত্রলীগ।

আজ(৩ মার্চ) দুপুরে ১টার দিকে সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন জয়ের নেতৃত্বে বেশকিছু তরুণ অস্থায়ী শহীদ মিনার পরিস্কার করছেন।

কথা বললে আফজাল হোসেন জয় দুঃখপ্রকাশ করে দি প্রমিনেন্টকে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ মিনারটি পরিস্কার না করে কাজ অসম্পূর্ণ থাকা স্বাধীনতা স্বারকে ভাষা শহীদের শ্রদ্ধা জানান। পরবর্তীতে পরিস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালেও শহীদ মিনারটি পরিস্কারের উদ্যোগ না নেওয়ায় আমরা নিজেরাই পরিস্কার করছি।’

শহীদ মিনারটি অপরিস্কার থাকায় প্রতিদিনই সকলে জুতা-স্যান্ডেল পায়ে প্রবেশ করে। এছাড়া এটা ধুমপায়ী ও নেশাখোরদের আড্ডার স্থানে পরিণত হয়েছে। শহীদ মিনারের যথাযথ সম্মান বজায় রাখাসহ স্থায়ী শহীদ মিনারে নির্মাণেও জোর দাবি জানান তিনি।favicon594

Sharing is caring!

Leave a Comment