নদী বাঁচাতে বেরোবিতে ‘সেভ রিভার’

নদী বাঁচাতে বেরোবিতে ‘সেভ রিভার’

  • সজীব হোসাইন, রংপুর

‘নদী বাঁচায়, নদী বাঁচাও’ স্লোগানকে প্রতিপাদ্য করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পালিত হলো আন্তর্জাতিক নদী-কৃত্য দিবস-২০১৬। গতকাল (১৪  মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনের সামনে দিবসটি পালন করে রিভারইন পিপল বিশ্ববিদ্যালয় শাখা।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা ইংরেজিতে ‘সেভ রিভার’ আকৃতিতে ব্যতিক্রমী মনুষ্য মানববন্ধন করেন।

মানববন্ধনে রিভারইন পিপল সিনেটর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সহকারী অধ্যাপক ড. নিত্য ঘোষ, রিভারাইন পিপল সদস্য কায়সার আলম, সঞ্চয় চৌধুরীসহ দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন্।

মানবন্ধনে ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘অভিন্ন নদীতে অভিন্ন অধিকার প্রতিষ্ঠায় ভারত সরকারকে উদার হতে হবে।’ কূটনৈতিক তৎপরতায় ব্যর্থ হলে প্রয়োজনে বাংলাদেশ সরকারকে জাতিসংঘে এর প্রতিকার চাওয়ারও আহবান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সবাই নদীর নাব্যতা ঠিক রাখার স্বার্থে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।favicon59

Sharing is caring!

Leave a Comment