এইউএপি লার্নিং অ্যান্ড শেয়ারিং ফোরামের উদ্বোধন করলেন ড. মো. সবুর খান

এইউএপি লার্নিং অ্যান্ড শেয়ারিং ফোরামের উদ্বোধন করলেন ড. মো. সবুর খান

  • সংবাদ ডেস্ক

ফিলিপাইনে অনুষ্ঠিত ১৬তম এইউএপি লার্নিং অ্যান্ড শেয়ারিং ফোরামের উদ্বোধন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এইউএপি’র দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ড. মো. সবুর খান। জোসে রিজাল মেমোরিয়াল স্টেট ইউনিভার্সিটি, ফিলিপাইনের আয়োজনে গত ৫ ফেব্রুয়ারি দেশটির ডাকাক পার্ক অ্যান্ড বিচ রিসোর্টে শুরু হওয়া তিন দিনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দি প্যাসিফিকের (এইউএপি) দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে এটিই ড. মো. সবুর খানের প্রথম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ। প্রধান অতিথি হিসেবে ড. মো. সবুর খান ওই অনুষ্ঠানে ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের উচ্চশিক্ষায় প্রযুক্তি ও প্রযুক্তির ব্যবহার : চতুর্থ শিল্পবিপ্লবের বিশেষ উদাহরণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ অংশ নেন। এইউএপির শীর্ষ নেতা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ড. মো. সবুর খানের হাতে প্ল্যাক অব রিকগনিশন তুলে দেন জোসে রিজাল মেমোরিয়াল স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. ডেলিনদা লুজ আর লাপুত। এবছর ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের উচ্চশিক্ষায় টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এইউএপি লার্নিং অ্যান্ড শেয়ারিং ফোরাম।

Sharing is caring!

Leave a Comment