পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক : আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বুধবার ঘোষিত ১৫ সদস্যের দলে এসেছেন এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা বাঁহাতি পেসার রুম্মান রায়িস ও অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৪ সালে টেস্ট খেলা খুররম মনজুরকেও দলে রেখেছেন নির্বাচকরা। দলে আছেন বাবর আজমও। খুররম ও আজমের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই।
চমক আছে অারো, দলে জায়গা হয়নি নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকা আহমেদ শেহজাদের। দুদিন আগেই আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের বিপক্ষে ৪৬ বলে ৭১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন কোয়েটা গ্ল্যাডিয়েটসের হয়ে খেলা শেহজাদ। তারপরও নির্বাচকদের ‘মন জয়’ করতে পারলেন না এই ডানহাতি। নিউজিল্যান্ড সফরে থাকা স্কোয়াড থেকে শেহজাদের সঙ্গে আরো বাদ পড়েছেন শোয়েব মাকসুদ, সাদ নাসিম, মোহাম্মদ রিজওয়ান, আমির ইয়ামিন ও উমর গুল। নিউজিল্যান্ডের বিপক্ষে দলের বাইরে থাকা মোহাম্মদ ইরফান চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন।
পাকিস্তান দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, বাবর আজম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ নাওয়াজ, খুররম মনজুর ও রুম্মান রায়িস।