বিনা মূল্যে ওয়াই–ফাই দেবে ইইউ

বিনা মূল্যে ওয়াই–ফাই দেবে ইইউ

  • বিজ্ঞান ও প্রযুক্তি

ইউরোপীয় কমিশন আগামী চার বছরের মধ্যে সদস্যদেশগুলোয় লোকসমাগম হয় এমন জায়গায় (পাবলিক স্পেস) বিনা মূল্যে ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা করছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী পরিষদের সভাপতি জাঁ ক্লদ জাঙ্কার তাঁর বার্ষিক বক্তৃতায় তাদের নতুন এ লক্ষ্য ঘোষণা করেন। তাঁর ভাষ্যমতে, ২০২০ সালের মধ্যে ইইউর সদস্যরাষ্ট্রের অন্তত একটি করে শহর ফাইভ জি মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা হবে।

জাঁ ক্লদ জাঙ্কার বলেন, ‘আমরা ২০২০ সালের মধ্যে প্রতিটি ইউরোপীয় গ্রামে এবং শহরের জনজীবনের প্রধান কেন্দ্রগুলোকে বিনা মূল্যে তারহীন ইন্টারনেটের আওতায় আনতে চাই।’

‘ওয়াই-ফাই ফর ইইউ (Wifi4EU)’ পরিকল্পনার একটি নথি অনুযায়ী এই ওয়াই-ফাই পার্ক, স্কয়ার, লাইব্রেরি এবং জনগণ ব্যবহার করে এমন সরকারি-বেসরকারি ভবনে দেওয়া হবে।

তবে ‘কানেকটিভিটি এক্স’ নামের একটি টেলিযোগাযোগ পরামর্শদাতা প্রতিষ্ঠানের প্রধান বিশ্লেষক মার্ক নিউম্যান ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছেন যে আদৌ এই পরিকল্পনা সাধারণ জনগণের কোনো উপকারে আসবে কি না। কারণ এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাজেট ধরা হয়েছে মাত্র ১২ কোটি ইউরো। নিউম্যানের মতে, বিনা মূল্যে ওয়াই-ফাই পরিকল্পনা বাস্তবায়নে এই পরিমাণ অর্থ যথেষ্ট নয়। তাঁর মতে, এর মাধ্যমে হয়তো সীমিত এলাকায় ওয়াই-ফাই দেওয়া যেতে পারে এবং খুব কম লোকই তা ব্যবহার করতে পারবে।

তবে যা-ই হোক নতুন এ পরিকল্পনা যুক্তরাজ্যে প্রযোজ্য না-ও হতে পারে, কারণ ২০২০ সালের আগেই তারা ইইউ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে।favicon59

Sharing is caring!

Leave a Comment