প্রযুক্তিপ্রেমীদের উৎ​সব

প্রযুক্তিপ্রেমীদের উৎ​সব

  • বিজ্ঞান ও প্রযুক্তি

মালদ্বীপ থেকে প্রকৌশলী হওয়ার লক্ষ্যে আইইউটিতে এসেছেন আহমেদ থোলাল। আর ক্যামেরুন থেকে আহমেদু কারিমু। তাঁদের অগ্রযাত্রা যে ভালোই অব্যাহত আছে, বোঝা গেল ২ সেপ্টেম্বর। গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এ দিন তৃতীয়বারের মতো আসর বসেছিল ইজোনেন্স ২০১৬-এর। আর এই ইজোনেন্সের সবচেয়ে বড় আকর্ষণ রোবোম্যানিয়া-রোবোরেস প্রতিযোগিতায় সবাইকে অবাক করে দিয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন আহমেদ থোলাল ও আহমেদু কারিমু। ৫০ হাজার টাকার প্রাইজমানি জিতে নিয়েছেন তাঁরা দুজন।প্রতিযোগিতায় অংশ নেওয়া রোবট
‘ইজোনেন্স নামটি ইংরেজি শব্দ “রেজোন্যান্স” থেকে নেওয়া। রেজোন্যান্স শব্দের অর্থ অনুরণন। ইজোনেন্স হলো এমন একটি অনুষ্ঠান, যেখানে একই সঙ্গে উৎসব হবে, আবার প্রতিযোগিতাও হবে। কিন্তু এর মূল লক্ষ্য থাকবে দেশের তরুণ মেধাবীদের আবিষ্কারের প্রতি অনুপ্রাণিত করা। আগ্রহী করে তোলা।’ বলছিলেন তড়িৎ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মো. আশরাফুল হক।
প্রতিযোগিতায় অংশ নিতে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী জড়ো হয়েছিলেন আইইউটি ক্যাম্পাসে। সকাল থেকেই আইইউটির নিরিবিলি ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে হবু প্রকৌশলীদের পদচারণে। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শুরু হয়ে যায় রোবোম্যানিয়া-রোবোরেস প্রতিযোগিতা। আইইউটিতে এ দিন যাঁরা গিয়েছেন, মিলনায়তনে পা রেখেই দেখেছেন ট্র্যাকের ওপর গতি আর বুদ্ধিমত্তার ঝড় তুলছে বেশ কিছু ক্ষুদ্র রোবট। রোবটের সাফল্যে পুরো গ্যালারি উল্লাসধ্বনিতে কেঁপে উঠছিল বারবার।
শুধু রোবট নিয়ে প্রতিযোগিতা নয়, প্রতিযোগীদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিল বিজনেস কেসস্টাডি কম্পিটিশন, যেখানে প্রথম স্থান কেড়ে নেয় আইইউটির ‘এফ শারলাটান’ দলটি। দলের সদস্য ছিলেন ইশরাক উল ইসলাম ও সামিন ইয়াসার অর্ণব। আরেকটি বড় প্রতিযোগিতায় ‘প্রোজেক্ট প্রদর্শনে’ বিশ্ববিদ্যালয় শাখায় প্রথম স্থান অধিকার করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোজাম্মেল হক। পাশাপাশি একই ইভেন্টের কলেজ শাখায় প্রথম স্থান দখল করে নেয় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের আহসান হাবিব ও তাঁর দল।
দুপুরের পর ইলশেগুঁড়ি বৃষ্টি ছাপিয়ে শুরু হয় প্রকৌশলীদের জন্য খুব প্রয়োজনীয় একটি সফটওয়্যার ‘ম্যাটল্যাব’-এর প্রতিযোগিতা। প্রথম পুরস্কার জিতে দক্ষতার প্রমাণ দেন বুয়েটের সাদমান শাফি। ইজোনেন্স-২০১৬-এর আরও একটি অন্যতম আয়োজন ছিল হাঙ্গেরির উড়োজাহাজ নির্মাতা এরনো রুবিকের সত্তরের দশকে ডিজাইন করা ‘রুবিকস কিউব’ মেলানোর প্রতিযোগিতা। চোখের পলকে সেই কিউব মিলিয়ে এই ইভেন্টে প্রথম স্থান ছিনিয়ে নেয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র হুমায়ুন কবির। রুবিকস কিউব মেলাতে তার কতক্ষণ সময় লেগেছিল জানেন? মাত্র ১১ দশমিক ২৫ সেকেন্ড! এসব প্রতিযোগিতা ছাড়াও ইজোনেন্সে আরও ছিল ‘পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন’ ও ‘ইঞ্জিনিয়ারিং কুইজ কম্পিটিশন’।
পুরো আয়োজনে বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল বিভাগ ছাড়াও বড় ভূমিকা পালন করছে আইট্রিপলই আইইউটির স্টুডেন্ট শাখা। এ ছাড়া অনুষ্ঠানের সহযোগী ছিল প্রথম আলোর স্বপ্ন নিয়ে।

সুত্রঃ প্রথম আলো favicon59

Sharing is caring!

Leave a Comment