বেড়ানোর সহায়ক গুগলের নতুন অ্যাপ

বেড়ানোর সহায়ক গুগলের নতুন অ্যাপ

  • বিজ্ঞান ও প্রযুক্তি

বেড়ানোর সময়টাকে আরও স্বস্তিদায়ক করতে গুগল নিয়ে এসেছে ভ্রমণ নির্দেশিকামূলক অ্যাপ ‘গুগল ট্রিপ’। গুগলের নতুন এই অ্যাপটির মাধ্যমে ভ্রমণসংক্রান্ত সেবাই পাবেন। যেমন স্থান নির্ধারণ, টিকিট কাটা, হোটেল-রেস্তোরাঁ বুকিং, ভ্রমণসূচি তৈরিসহ সবই করা যাবে এই এক গুগল ট্রিপেই। এই অ্যাপের মাধ্যমে জনপ্রিয় পর্যটনকেন্দ্র এবং রেস্তোরাঁ খোঁজা যাবে এবং সব টিকিট ও রিজার্ভেশন সংরক্ষণ করে রাখা যাবে।
এমনকি ইন্টারনেটে যুক্ত না থাকলেও যে কেউ তাঁর সংরক্ষণ করে রাখা এসব ফাইলে যেতে পারবেন। গুগল ট্রিপ দিয়ে প্রতিদিনের ভ্রমণের একটা পরিকল্পনা করা যাবে। যেমন স্থান নির্ধারণ, স্থানটির দূরত্ব কতটুকু, কীভাবে সেই স্থানে পৌঁছানো যাবে এবং যেতে কত সময় লাগবে—এসব প্রশ্নের উত্তর মিলবে এই অ্যাপে।
এ ছাড়া কোন কোন স্থানে ভ্রমণ করতে চান এবং সে জন্য আপনি কত সময় ব্যয় করতে চান তার মাধ্যমে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য দৈনন্দিন একটি ভ্রমণ শিডিউল তৈরি করতে পারবে।
এখন থেকে যে কেউ এটি গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন।
নামানোর ঠিকানা:
অ্যান্ড্রয়েড: https://goo.gl/mW1kcx
আইওএস: https://goo.gl/nHPYHQ
মোখলেছুর রহমান, সূত্র: সিনেটfavicon59

Sharing is caring!

Leave a Comment