তরুণদের প্রতিযোগিতা ‘স্মার্ট সিটি হ্যাকাথন’

তরুণদের প্রতিযোগিতা ‘স্মার্ট সিটি হ্যাকাথন’

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশে প্রথম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে স্মার্ট সিটি হ্যাকাথন। প্রযুক্তি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব এবং হোয়াইট বোর্ডের আয়োজনে এই অনুষ্ঠানটি নভেম্বর মাসের ১১ এবং ১২ তারিখে জিপির হেডকোয়ার্টার, জিপি হাউসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। টানা ৩৬ ঘণ্টা ব্যাপী এই স্মার্ট সিটি  হ্যাকাথনে তরুণরা তাদের বিভিন্ন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

ঢাকার মোট জনসংখ্যা ১ কোটি ৭০ লাখ। এই জনবহুল শহরে জনসংখ্যা বৃদ্ধির হার ৩.৪৮ শতাংশ। দিন দিন ঢাকার গুরুত্ব বেড়েই চলছে। স্মার্ট সিটি এমন একটি ধারণা যার উদ্দেশ্য হলো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে কোন শহরের সম্পদ গুলো সঠিক ও যুগ উপযোগী ভাবে ব্যবস্থাপনা ও নাগরিকদের জীবনে উন্নয়ন সাধন করা । আয়োজনটির উদ্যোক্তা, প্রেনিউর ল্যাবের সিইও আরিফ নিজামী বলেন, ‘স্মার্ট ঢাকা হবে গতিশীল, আধুনিক এবং উন্নত। এই আয়োজনটি সিটি কর্পোরেশন, সরকার, টেলকোদের একসাথে আনছে। এমন সুযোগ কারোই হাত ছাড়া করা উচিত হবে না।’

স্মার্ট সিটি হ্যাকাথনের বিজয়ী টিমের জন্য থাকবে সার্টিফিকেট, ক্রেস্ট সহ আরও  আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারের মধ্যে থাকছে, হোয়াইট-বোর্ডের পক্ষ থেকে ৩ মাসের ইকো- সিস্টেমের অ্যাক্সেস সহ কো-ওয়ার্কিং ষ্পেস সাপোর্ট, হোয়াইট বোর্ড কর্তৃক প্রাসঙ্গিক জ্ঞান ও অ্যাসেট সাপোর্ট, বাণিজ্যিক সুযোগ গড়ে তোলার লক্ষে  হোয়াইট বোর্ড কর্তৃক একটি বিশেষ ডেমো দিন। আরও থাকছে, জিপি থেকে ৩ মাসের জন্য মেন্টরশিপ ও কো-ওয়ার্কিং ষ্পেস সাপোর্ট, প্রিনিউরল্যাবের পক্ষ থেকে ৬ মাসের জন্য সার্টআপ মেন্টরশিপ সাপোর্ট, বাংলাদেশ সেকশন  থেকে ৬ মাসের মেন্টরশিপ, ডিনেট জাংশনের পক্ষ থেকে ৬মাসের আইপিআর এবং ইনকিউবেটর সাপোর্ট, ষ্পাইডার ডিজিটাল (দুবাই) এর পক্ষ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ফান্ডিং এর সুযোগ।favicon59-4

Sharing is caring!

Leave a Comment