স্মার্ট ফ্রিজ আনছে স্যামসাং

স্মার্ট ফ্রিজ আনছে স্যামসাং

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : স্মার্ট ফ্রিজ এই প্রথম বাজারে আনছে স্যামসাং। নতুন সংস্করণের এই স্মার্ট ফ্রিজ দিয়ে আপনি পত্রিকা পড়ার কাজটুকু সেরে ফেলতে পারেন ফ্রিজ ব্যবহারের সঙ্গে সঙ্গেই। শুধু তা-ই নয়, ফ্রিজ থেকে খাবার বের করা বা গুছিয়ে রাখার সময় গান শোনারও ব্যবস্থা থাকছে এই নতুন ফ্রিজে। আরো থাকছে ডিজিটাল টু-ডু লিস্ট বানিয়ে ফ্রিজের পর্দায় ভার্চুয়ালি ঝুলিয়ে রাখার সুযোগ! এর সঙ্গে বাজারের তালিকাটিও করে রাখতে পারবেন আপনার ফ্রিজেই।

যুক্ত থাকবে ভয়েস ইনপুট সুবিধা, চাইলে নিজের ফ্রিজের সঙ্গেও তাই একটু আলাপ সেরে নিতে পারবেন। ‘গ্রোশারিস বাই মাস্টারকার্ড’ অ্যাপযুক্ত কিছু স্মার্ট ফ্রিজের ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এখান থেকে ধারণা করা যায়, এই অ্যাপ স্যামসাং যুক্ত করতে যাচ্ছে তাদের নতুন প্রযুক্তিতে, যার ফলে অনলাইনে বাজারের কাজটি সেরে নিতে পারবেন যে কেউ। প্যানডোরা, ক্যালেন্ডার, আবহাওয়াবিষয়ক অ্যাপগুলো যুক্ত থাকছে আগের মতোই।

নতুন এই স্মার্ট ফ্রিজের দামের ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি তেমন। তবে ধারণা করা হচ্ছে, চার হাজার ডলারের কাছাকাছি দাম হতে পারে স্মার্ট ফ্রিজটির। আগামী সপ্তাহে সিইএস সবকিছু বিস্তারিত জানাবে বলে স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। favicon5

Sharing is caring!

Leave a Comment