চালকবিহীন বাস !

চালকবিহীন বাস !

প্রযুক্তি ডেস্ক: চালকবিহীন কার নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তবে এবার কার নয় আসছে চালকবিহীন বাস। তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, সুইজারল্যান্ডের গণপরিবহন নির্মাতা প্রতিষ্ঠান কারপোস্টাল নির্মাণ করতে যাচ্ছে চালকবিহীন বাস!

কারপোস্টাল সুইজারল্যান্ডের পর্যটন শহর সিওনে দুই বছরের জন্য একটি পাইলট প্রকল্প চালু করবে যা সিওনে আগত পর্যটকদের নির্দিষ্ট রুটে সেবা প্রদান করবে। সুইস প্রযুক্তি প্রতিষ্ঠান বেস্টমাইল এ প্রকল্পটির পরিচালন দায়িত্বে থাকবে। এই প্রকল্পের পরীক্ষামূলক কর্মসূচি আগামী বছরের বসন্তে শুরু হওয়ার সম্ভাবনা আছ। প্রথমদিকে নয়টি চালকবিহীন বাস সিওনের রাস্তা ধরে চলবে।এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল বিদ্যুৎচালিত বাস যে ঝুঁকিমুক্ত সে তথ্য মানুষের কাছে তুলে ধরা।ভবিষ্যতে সুইজারল্যান্ডের বিভিন্ন শহরেও চালকবিহীন বাস ছড়িয়ে দিতে চায় কারপোস্টাল।

বেস্টমাইল কিন্তু দুই বছর খাটাখাটনি করে প্রস্তুতি নিয়েই নেমেছে সিওন পাইলট প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়নে। তারা নতুন প্রজন্মের এমন এক গাণিতিক অ্যালগরিদম তৈরি করেছে যা চালকবিহীন গাড়িকে যে কোনো পরিস্থিতি সামলে নিতে সাহায্য করবে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইডেনও ভাবছে চালকবিহীন গাড়ি নিয়ে। সুইজারর্যাজন্ডের আগেই তারা তাদের রাস্তায় এই গাড়ি চলার অনুমতিও দিয়েছে। শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান চালকবিহীন গাড়ি নিয়ে টেস্ট ড্রাইভও চালিয়েছে সে দেশের বিভিন্ন শহরে।

পিছিয়ে নেই সুইডেনও! সে দেশের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো ‘ড্রাইভ মি’ নামে একটি প্রকল্প চালু করতে যাচ্ছে। ২০১৭ সালে ১০০টি চালকবিহীন এক্সসি৯০ এসইউভি নিয়ে এই প্রকল্পটি চালু করবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো। favicon

Sharing is caring!

Leave a Comment