রোবট যখন প্রজাপতি

রোবট যখন প্রজাপতি

প্রযুক্তি ডেস্ক: প্রাকৃতিক কোনো দুর্যোগ, যেমন ভূমিকম্পে কিংবা ভূমিধসে আক্রান্ত-আহত ব্যক্তিকে খুঁজে বের করতে হয়রানির শেষ থাকে না। এরকম কঠিন পরিস্থিতিতে আটকে পড়াদের উদ্ধারে নতুন এক প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। লেজার রশ্মির কৃত্রিম চোখওয়ালা একটা যন্ত্র এটা। আকার-আকৃতিতে অনেকটা প্রজাপতির মতো বলে একে বলা হচ্ছে রোবো-বি বা রোবো-প্রজাপতি।

গবেষকরা বলছেন, দুর্যোগে সব বাধা পেরিয়ে কৃত্রিম এই প্রজাপতি ধ্বংসস্তূপের কোণায় কোণায় পৌঁছে যেতে পারবে। ফলে কোনো ব্যক্তি সেরকম ধ্বংসস্তূপের কোণায় আটকা পড়ে থাকলে তার তথ্য উদ্ধার করা সহজতর হবে।

এই গবেষণার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন কার্তিক ডানটু। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউনিভার্সিটি অব বুফালোর এই কম্পিউটার বিজ্ঞানী লাইভ সায়েন্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এটা অত্যন্ত নিরাপদ প্রযুক্তি। কেননা, রোবো-প্রজাপতির চোখে যে লেজার ব্যবহার করা হচ্ছে, তা মানবচক্ষুর জন্য ক্ষতিকর নয়।’

যেহেতু লেজার রশ্মি দিয়ে অনুসন্ধান, তাই এই ধরনের প্রযুক্তিকে বলা হচ্ছে, লিডার (লেজার ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং)। এই রোবোটিক বন্ধুকে যতটা সম্ভব আরও ছোট করার চেষ্টা করছেন গবেষকরা। কার্তিক যেমনটা বলেছেন, ‘যেন তা এক পেনির চেয়েও ছোট হয়।’ আর তখন এর ভর হতে পারে খুব বেশি হলে ৫৬ মিলিগ্রাম; এক গ্রামের এক হাজার ভাগের মাত্র ৫৬ ভাগ মাত্র।

পোকামাকড় থেকে অনুপ্রাণীত হয়ে এ ধরনের রোবোটিক প্রজাপতি বানাচ্ছেন গবেষকরা, যারা বিশ্বাস করেন, একদিন দুর্যোগে এমনকি কৃষি কাজেও দারুণ কাজে দেবে এই প্রযুক্তি।

লাইভ সায়েন্সে রচনা: চার্লস কিউ চই
ইংরেজি থেকে ভাষান্তর : রবিউল কমল।favicon

Sharing is caring!

Leave a Comment