একই সরলরেখায় ৫ গ্রহ

একই সরলরেখায় ৫ গ্রহ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : মহাকাশে আবারো বিরল ঘটনা দেখার সুযোগ মিলেছে বিশ্ববাসীর। দীর্ঘ ১১ বছর পর আকাশে একই সরলরেখায় সৌরজগতের ৫টি গ্রহকে দেখা যাচ্ছে। দুর্লভ এই দৃশ্য দেখা যাবে সূর্যোদয়ের ৪৫ মিনিট আগে, শেষ রাতের আকাশে।

৫টি গ্রহের এই তালিকায় আছে বুধ, বৃহস্পতি, মঙ্গল, শনি ও শুক্র। তবে শেষ রাতের আকাশে দক্ষিণ-পশ্চিমে প্রথমে চোখে পড়বে বৃহস্পতি, এর ঠিক দক্ষিণে একই সরলরেখায় ধরা পড়বে মঙ্গল, এর দক্ষিণ-পূর্বে শনি, তার বামে শুক্র, সবশেষে বুধ। আরো অন্তত দু’সপ্তাহ একই অবস্থানে থাকবে আমাদের সৌরজগতের প্রতিবেশীরা। এরপর বুধ গ্রহকে আকাশের আরো উঁচুতে দেখা যাবে, উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে এর।

সর্বশেষ ২০০৫ সালে গ্রহগুলোকে একই সরলরেখায় দেখা যায়। সৌরজগতে প্রদক্ষিণের সময় গ্রহগুলো তুলনামূলকভাবে পৃথিবীর কাছে চলে আসায় খালি চোখে উজ্জল তারা হিসেবে ধরা পড়ে বিশ্ববাসীর চোখে। favicon59

Sharing is caring!

Leave a Comment