সময় কেন পেছনে যায় না?

সময় কেন পেছনে যায় না?

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সময় কেন শুধু সামনের দিকে ছুটে চলে, কেন একে পিছনের দিকে নিয়ে যাওয়া যায় না। এ প্রশ্ন দীর্ঘ দিনের তবে এ প্রশ্নের নতুন এক ব্যাখ্যা মিলেছে এবার। এক পদার্থবিজ্ঞানীর ব্যাখ্যায় উঠে এসেছে কেন সময় শুধু সম্মুখে এগিয়ে চলে, পিছনে যায় না।

অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের  জোয়ান ভাক্কেরো তার এক নতুন গবেষণার মাধ্যমে প্রস্তাব করেছেন যে, আসলে দুই সময়- সম্মুখ এবং পিছন এর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে এবং এই পার্থক্যই আমাদেরকে ক্রমাগত ভবিষ্যতের দিকে ধাবিত করছে- অতীত এর দিকে নয়। তিনি বলেন, ‘চলেন একধাপ পিছনে যাওয়া যাক। কারণ এটি প্রশংসনীয় নয়নভিরাম পদার্থবিদ্যার একটি বিষয় যে যখন সময় শুধুমাত্র আইআরএল স্কেলে এগিয়ে চলে এবং কেউ পৃথক পরমাণু ও অণুর দিকে তাকান তখন তার কাছে এদের আচরণ একই বলে মনে হয়, সময় সামনে না পিছনে চলছে এটা কোনো বিষয় নয়।’

এটি বিজ্ঞানীদের দীর্ঘ দিনের একটি ধারণা যে, এই মহাবিশ্ব পিছন দিকে ধাবিত না হয়ে শুধু সামনের দিকে ধাবিত হওয়ার পিছনে কিছু মৌলিক কারণ রয়েছে এবং এটিই সময় এবং স্থান এর মধ্যে ‘অসামঞ্জস্য’ হিসাবে পরিচিত। এই অসামঞ্জস্যতার সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো গতি ও সংরক্ষণ আইন সমীকরণ সময় এবং স্থান এর ওপর ভিন্নভাবে কাজ করে। ভাক্কেরো বলেন, ‘সময় এবং স্থান এর মধ্যে সম্পর্ক বুঝার ক্ষেত্রে স্থানকে আমরা সহজে বুঝতে পারি কারণ এটি আমাদের সামনেই বিদ্যমান। কিন্তু সময় চিরকাল কেবল আমাদের ভবিষ্যতের দিকেই ধাবিত করে চলেছে।’

তার নতুন গবেষণায় তিনি প্রস্তাব করেছেন যে, সময়ের এই দুই দিক সম্মুখ এবং পশ্চাৎ- এরা আসলে সর্বোপরি অভিন্ন কিছু নয়। ভাক্কেরো বলেন, ‘গত ৫০ বছর ধরে অতিপারমাণবিক কণার ওপর এক্সপেরিমেন্টে জানা গেছে যে প্রকৃতি সময়ের উভয় দিককে সমানভাবে বিবেচনা করে না।’ favicon59

Sharing is caring!

Leave a Comment