মনের কথা পড়বে কম্পিউটার

মনের কথা পড়বে কম্পিউটার

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : একদম নতুন এক ধরনের কম্পিউটার তাৎক্ষণিকভাবে মানুষের মনের কথা পড়ে ফেলতে পারবে অনায়াসে, দাবি করেছেন গবেষকরা। খবর ডেইলি মেইলের।

মানুষের মস্তিষ্কে প্রতিস্থাপিত ‘ইলেক্ট্রোড’র মাধ্যমে পাওয়া বৈদ্যুতিক সংকেতের ভিত্তিতে তারা কী দেখছেন, তা অনুমান করতে পেরেছেন এই বিজ্ঞানীরা। ফলে নতুন এই প্রযুক্তির মাধ্যমে কথা বা ইশারা-ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগে অক্ষম রোগীরা সহজেই যোগাযোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। কেউ কোনোকিছু দেখার কয়েক মিলিসেকেন্ডের মধ্যে সে সংকেত ধরে ফেলতে পারছে কম্পিউটারটি এবং ৯৫ শতাংশ ক্ষেত্রেই তা নির্ভুল, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের কম্পিউটেশনাল নিউরোসায়েন্টিস্ট রাজেশ রাও।

পক্ষাঘাতগ্রস্ত বা মস্তিষ্কে রক্তক্ষরণে ভোগা কিংবা কথাবার্তা ও যেকোনো মাধ্যমে যোগাযোগে একদমই অক্ষম ব্যক্তিরা নতুন এই আবিষ্কারের ফলে উপকার পেতে পারেন। পিএলওএস কম্পিউটেশনাল বায়োলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা প্রতিবেদনটি। যুক্তরাষ্ট্রের সিয়াটলে হার্বারভিউ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন সাতজন মৃগীরোগীর ওপর গবেষণাটি পরিচালিত হয়েছে। favicon59

Sharing is caring!

Leave a Comment