ক্যানসারে চিকিৎসার নতুন পদ্ধতি

ক্যানসারে চিকিৎসার নতুন পদ্ধতি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী ক্যানসারের বিরুদ্ধে মানুষের শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে ‘গতিশীল’ করার  উপায় বের করেছেন । ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল)  গবেষকেরা এটিই দাবি করেছেন।তারা জানিয়েছে, টিউমারের মধ্যকার একটি ‘দুর্বল জায়গা’ আছে। আর সেই জায়গা চিহ্নিত করার প্রক্রিয়া বের করার ঘোষণা দিয়েছেন এই গবেষক দল। এতে রোগটির চিকিৎসায় নতুন আশার সঞ্চার হয়েছে। সংবাদ : বিবিসি।

তবে ক্যানসারের চিকিৎসা এই পদ্ধতিটি বেশ ব্যয়বহুল। এই পদ্ধতি এখনো কোনো রোগীর ওপর প্রয়োগ করা হয়নি এবং সায়েন্স সাময়িকীতে এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।   বাস্তবে এ ধরনের চিকিৎসাপদ্ধতি অনেক জটিলতাপূর্ণ হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

ওই বিজ্ঞানীরা ইউকের অর্থায়নে  ক্যানসার নিয়ে গবেষণা করছেন এবং তারা আশাবাদি যে,  নতুন চিকিৎসার পরীক্ষামূলক সফল প্রয়োগ দুই বছরের মধ্যেই সম্ভব হবে। favicon59

Sharing is caring!

Leave a Comment