ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করা ঠিক নয়

ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করা ঠিক নয়

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : একটি পাসওয়ার্ড একজনের নিরাপত্তা নিশ্চিত করে। কম্পিউটার, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইনে ব্যাংকের লেনদেনসহ বিভিন্ন ক্ষেত্রেই পাসওয়ার্ড প্রয়োজন।

আমরা অনেকেই মাঝে মাঝে এই পাসওয়ার্ড পরিবর্তন করে থাকি। কিন্তু যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করলে আপনার অ্যাকাউন্টটি দুর্বল হয়ে যায়। গবেষকদের মতে বার বার পাসওয়ার্ড পরিবর্তনের ফলে হ্যাকারদের জন্য ওই অ্যাকাউন্টে ঢোকা তুলনামূলক সহজ হয়।
আর এ ব্যাপারে নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকরা একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন।

গবেষক মার্ক বার্নেট বলেন, কয়েক মাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করে কোনো অ্যাকাউন্টের নিরাপত্তার খুব একটা পরিবর্তন হয় না। প্রতিবেদনে আরো বলা হয়, পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধান থাকতে হবে। আর সেটি হতে পারে ছয় মাস বা এক বছর। সেক্ষেত্রে একটি শক্তিশালি পাসওয়ার্ড নির্বাচন করা সম্ভব হয়। তাই গবেষকদের মতে, এই সময় পর পর পাসওয়ার্ড পরিবর্তন করাই শ্রেয়।  favicon59

Sharing is caring!

Leave a Comment