মহাশূন্যে রহস্যময় শব্দের উৎপাত

মহাশূন্যে রহস্যময় শব্দের উৎপাত

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

মহাশূন্যের গভীরে রহস্যময় শব্দ এই পর্যন্ত ১৭ বার শুনেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে কোথা থেকে, কীভাবে এবং কী কারণে শব্দ শোনা যাচ্ছে কেউ বলতে পারছে না।

রহস্যময় শব্দের স্থায়িত্ব ছিল ১০ মিলিসেকেন্ড। ‘দ্রুতগামী বেতার তরঙ্গ’ হিসেবে আমাদের ছায়া পথের বাইরের কোনো স্থান থেকে ভেসে আসে এটি। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন, এটি মহাজাগতিক কোনো শব্দ হতে পারে। তবে এক নতুন  গবেষণায় দেখা গেছে, ওই শব্দের পুনরাবৃত্তি ঘটেছে। তাই এটা কোনো সংকেতও হতে পারে।

যুক্তরাষ্ট্রের  ওই গবেষণায় আরও বলা হয়, মহাকাশের গভীর থেকে ভেসে আসা দ্রুতগামী বেতার তরঙ্গের হদিস আগেও পাওয়া গিয়েছিল। সেগুলার সাথে তুলনা করলে দেখা যায় কোনো অস্বাভাবিক কারণেই শব্দ হচ্ছে। গত বছর একদল বিজ্ঞানীরা বলেন, মহাকাশ থেকে যে শব্দ হয়, সেগুলো কিছু নিয়ম মেনে প্রবাহিত হয়।

নতুন এক গবেষণায়, কোনো  সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি । তবে উৎসের সম্ভাব্য ধরনে কিছুটা ইঙ্গিত মেলে।

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যার অধ্যাপক জেমস কর্ডস বলেন, ‘দ্রুতগামী বেতার তরঙ্গের উৎস যেটাই হোক, সেটা কয়েক মিনিটেই বড় কোনো শক্তি উৎপন্ন করতে পারে। তারা বলেন, অনেক দূর থেকে এই সংকেত আসছে। সম্ভবত কোনো ছায়াপথের নিউট্রন নক্ষত্রই রহস্যময় শব্দের উৎস।favicon59

Sharing is caring!

Leave a Comment