মঙ্গলে হবে আলুর চাষ

মঙ্গলে হবে আলুর চাষ

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গল গ্রহে আলু চাষ করবে। সংবাদ : আলজাজিরা। নাসার এই কাজে সাহায্য করবে পেরুর একটি আন্তর্জাতিক আলু উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি  এমন ধরনের আলু বীজ উন্নয়ন করবে যা মঙ্গলের মাটিতে বেড়ে উঠতে সক্ষম হবে বলে জানিয়েছে তারা।

পৃথিবীর অন্যতম প্রাচীন মরুভূমি অ্যাটকামার মাটি মঙ্গলের মাটির সাথে সাদৃশ্যপূর্ণ। আর তাই বিজ্ঞানীদের ধারণা, এই মাটির উপযোগী আলু বীজ উৎপাদন করা গেলে তা মঙ্গলেও কাজ করতে পারে। নাসা বিজ্ঞানী জুলিও ভলদিবিয়া বলেন, ‘আমরা পৃথিবীর সঙ্গে মঙ্গলের মাটির প্রচুর মিল খুঁজে পেয়েছি। মঙ্গলে অন্যান্য মিশনের পরীক্ষা নিরীক্ষার মতো এই বিষয়েও বিস্তর গবেষণা করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আলুই হতে পারে এক্ষেত্রে সবচেয়ে উত্তম প্রার্থী। কারণ সকল পরিবেশের ধকল কাটিয়ে উঠে পৃথিবীতে আলু নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল।’ এজন্য প্রায় ১০০ প্রজাতির আলুকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য ও নমুনা সংগ্রহ করে তাকে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি পেরুর পটেটো সেন্টার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় , ‘স্বাভাবিকের চেয়ে দুই থেকে চারগুণ মাত্রার বেশি পরিমাণ কার্বন ডাই-অক্সাইড সহ্য করতে পারে আলু। মঙ্গলের বায়ুমণ্ডলে প্রায় ৯৫ শতাংশই হচ্ছে কার্বন ডাই-অক্সাইড। তাই মঙ্গলের জন্য আলুই হতে পারে আদর্শ ফসল।’ favicon59

Sharing is caring!

Leave a Comment