জুনে মহাকাশযান পাঠাবে ভারত

জুনে মহাকাশযান পাঠাবে ভারত

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

নতুন মহাকাশযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। আগামী জুনে নতুন এই মহাকাশযান পাঠাতে পারে ভারত। এ ব্যাপারে ভারতের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, নতুন মহাকাশযানটি পুনঃব্যবহারযোগ্য যানকে বায়ুমণ্ডলে নিক্ষেপ করে তা পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনার আনবে। আর এটির পরীক্ষা করতেই নতুন এই অভিযান চালাবে ভারত।

ইন্ডিয়ান এয়ার ফোর্স-এর এক অনুষ্ঠানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (ISRO)-এর চেয়ারম্যান এএস কিরন কুমার জানান, নতুন মহাকাশযানটি ডানাযুক্ত। এটিকে ভারতের শ্রীহারিকোটায় ‘স্পেসপোর্ট’-এ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।  মহাকাশ গবেষণার কাজ অত্যন্ত ব্যয়বহুল হওয়ায়, মহাকাশ সংস্থাটি ভবিষ্যৎ কৃত্রিম উপগ্রহের ব্যয় কমানোর জন্য ‘টু-স্টেইজ-টু-অরবিট’ পুনঃব্যবহারযোগ্য যান (RLV-TD) বেছে নিয়েছে। ইতোমধ্যেই ভারতের ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ (NAL)-এ এর ‘হাইপারসনিক ফ্লাইট’, ‘অটোনোমাস ল্যান্ডিং’, ‘পাওয়ারড ক্রুজ ফ্লাইট’-এর কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে।

কিরন কুমার আরো জানান,” এই মহাকাশযানটি ৭০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উড়বে। তাছাড়া এটিকে বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের জন্য পাঠানো হবে। আর এজন্য যানটিকে বায়ুমণ্ডলীয় চাপ এবং ঘর্ষণজনিত তাপ সহ্য করতে হবে।” favicon59

Sharing is caring!

Leave a Comment