২০১৬-তে শুরু হবে অরিয়নের কাজ

২০১৬-তে শুরু হবে অরিয়নের কাজ

প্রযুক্তি ডেস্ক : মহাকাশযান অরিয়নের পাওয়ার সিস্টেমের পরীক্ষা-নিরীক্ষার কাজ ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করার কথা জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসা।

সংস্থাটির গবেষকরা গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের নাসা গ্লেন রিসার্চ সেন্টারে এ পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করা হবে। মূলত, মহাকাশের নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে ব্যবহৃত হবে মহাকাশযান অরিয়ন। সোলার সিস্টেম বা সৌর শক্তির সাহায্যে চার্জ নিয়ে চলবে এ অরিয়নের সার্বিক কার্যকলাপ। আশা করা হচ্ছে ২০২৩ সালে এ মহাকাশযানের সাহায্যে মহাকাশে মানুষ পাঠানো সম্ভব হবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির তৈরি এ মহাকাশযানটি নভেম্বরের শুরুতে নাসার কাছে হস্তান্তর করা হয়।favicon

 

Sharing is caring!

Leave a Comment