পৃথিবী থেকে দেখা যাবে মঙ্গল গ্রহকে
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
এই মাসের ৩০ তারিখ পৃথিবীর সবচেয়ে কাছে আসবে মঙ্গল গ্রহ। লাল এই গ্রহটি কয়েক সপ্তাহ ধরে পৃথিবী থেকে ৪ কোটি ৬৭ লাখ মাইল দূরে থাকবে। এই সময়ে রাতের আকাশে খালি চোখে দেখা যাবে এই গ্রহকে। এছাড়া টেলিস্কোপ দিয়েতো দিয়ে তো দেখা যাবেই।
৩০ মে মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দুতে আসবে গ্রিনিচ মান টাইম অনুযায়ী রাত ১০টায়। তখন এটিকে বেশ বড় ও উজ্জ্বলভাবে দেখা যাবে। উল্লেখ্য ১৩ বছর আগে সর্বশেষ পৃথিবী থেকে মঙ্গলকে কাছাকাছি দেখা গিয়েছিল।
মঙ্গল গ্রহ সূর্যকে একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সেই আবর্তনের সময় কখনও তা পৃথিবী থেকে চলে যায় অনেক দূরে, আবার কখনও তা চলে আসে পৃথিবীর খুব কাছে। দূরে গেলে সেই অবস্থানটাকে বলা হয় এপি হেলিয়ন। আর কাছে এলে সেই অবস্থানটিকে বলা হয় পেরি হেলিয়ন।
৩০ মে থেকে মঙ্গল গ্রহ যে অবস্থানে থাকবে তাকে বলা হয় পেরি হেলিয়ন অপজিশন। ওইদিন থেকে কয়েক সপ্তাহ ধরে সূর্য, পৃথিবী আর মঙ্গল থাকবে একই সরলরেখায়। আর তাই সূর্য ডুবলেই রাতের আকাশে ঝকঝকে অবস্থায় দেখা যাবে লাল গ্রহটিকে।
এর আগে ২০০৩ সালের আগস্টে গ্রহটি পৃথিবীর আরো কাছে এসেছিল। তখন পৃথিবী থেকে মাত্র সাড়ে ৩ কোটি মাইল দূরত্বে অবস্থান করেছিল মঙ্গল। তবে এবার দূরত্ব হবে ৪ কোটি ৬৭ লাখ মাইল।