ডেঙ্গু সচেতনতায় শিক্ষক-শিক্ষার্থীদের র‌্যালি

ডেঙ্গু সচেতনতায় শিক্ষক-শিক্ষার্থীদের র‌্যালি

  • ক্যাম্পাস ডেস্ক

ডেঙ্গু সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘সচেতনতা গড়ে তুলি ডেঙ্গু প্রতিরেধি করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি র‌্যালি করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল সোমবার (৫ আগস্ট) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডিল টাওয়ার ক্যাম্পাস থেকে র‌্যালি শুরু করে মিরপুর রোডের রাসেল স্কয়ার প্রদক্ষিণ করে ২৭ নম্বর সড়ক হয়ে পুণরায় ক্যাম্পাসে ফিরে আসে। এসময় র‌্যালির নেতৃত্বে ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ১৪-১৫-১৬ ওয়ার্ডের মহিলা কমিশনার শিরিন গাফ্ফার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. এম সাখাওয়াত আলী খান, বিভাগীয় প্রধান অধ্যাপক সেলিম আহমেদ, সহযোগী অধ্যাপক শেখ শফিউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. তৌফিক এলাহী প্রমুখ।

ডেঙ্গু সচতেনতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, পোস্টার প্রদর্শন ও এডিস মশা দমন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণসহ নানমুখী কর্মসূচির অংশ হিসেবে আজকের এই র‌্যালির আয়োজন করা হয়।

Sharing is caring!

Leave a Comment