ড্যাফোডিলে ‘উইন্টার ক্যাম্প-২০২০’ অনুষ্ঠিত

ড্যাফোডিলে ‘উইন্টার ক্যাম্প-২০২০’ অনুষ্ঠিত

  • ক্যাম্পাস ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ার গত ১২-১৬ জানুয়ারি পাঁচ দিনব্যাপী ‘ডিআইইউ উইন্টার ক্যাম্প-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। এতে চীনের সিয়াস ইউনিভার্সিটির ২জন উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৩১জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তৃতীয় বারের মতো এই উইন্টার ক্যাম্প আয়োজন করলো।

পাঁচ দিনের উইন্টার ক্যাম্পে শিক্ষার্থীরা সংস্কৃতি বিনিময়মূলক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে চীনের শিক্ষার্থীরা বাংলাদেশি সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন। এছাড়াও তারা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ল্যাবে হস্ত নির্মিত কারুপণ্য তৈরি করেন, ক্রিটিক্যাল থিংকিং সেশনে অংশ নেন, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান, গোলাপ গ্রাম ইত্যাদি এলাকা পরিদর্শন করেন।

উইন্টার ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে (১৬ জানুয়ারি) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার এবং সিয়াস ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড এক্সচেঞ্জ কোঅর্ডিনেটর চার্লি চেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. ফখরে হোসেন।

সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও চীনের সংস্কৃতি তুলে ধরেন উইন্টার ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

Sharing is caring!

Leave a Comment