গ্লোবাল মিডিয়া কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি ড্যাফোডিলের দুই শিক্ষক

গ্লোবাল মিডিয়া কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি ড্যাফোডিলের দুই শিক্ষক

  • ক্যাম্পাস ডেস্ক

শ্রীলংকায় অনুষ্ঠিতব্য সাংবাদিকতা ও গণযোগাযোগের বৈশ্বিক সম্মেলনে ‘গ্লোবাল কনফারেন্স অন জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন’-এ বাংলাদেশ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মোহাম্মদ শফিউল ইসলাম এবং সহকারী অধ্যাপক ড. তৌফিক-ই-এলাহী। সম্মেলনটি আগামী ৫-৬ জুলাই, ২০১৮ শ্রীলংকার কলোম্বোতে অনুষ্ঠিত হবে। সম্মেলনের একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সম্মেলনে শেখ মোহাম্মদ শফিউল আলম ও ড. তৌফিক-ই-এলাহী গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন এবং ‘রাজনৈতিক যোগাযোগ’ বিষয়ের ওপর অনুষ্ঠিত একটি আলোচনায় সভাপতিত্ব করবেন।

উল্লেখ্য, সাংবাদিকতা ও গণযোগাযোগের গবেষক, শিক্ষক, বিজ্ঞানী ও শিক্ষাবিদদের নবতর উদ্ভাবন, গবেষণা ও সমস্যা মোকাবেলায় নতুন নতুন কৌশল উদ্ভাবনের প্ল্যাটফর্ম হিসেবে গ্লোবাল মিডিয়া কনফারেন্সের আয়োজন করা হয়।

Sharing is caring!

Leave a Comment